Monday, June 28, 2021

আলমগীর কবীর

লকডাউন


লকডাউনের নিস্তব্ধতায় শুধু হাহাকার আর আর্তনাদের শব্দ 
একদিকে সাধারণ মানুষ আরেকদিকে অসহায় বেকারত্বের!
কখনো ভাত নেই, কখনোবা কাজ নেই, ভিক্ষে করার মতোও কোনো উপায় নেই!
ভিক্ষে করতে হলেও, পরিস্থিতির মোকাবিলায় ক্ষমতা রাখতে হবে
দেহে থাকতে হবে, লাঠির আঘাত সহ্য করার ক্ষমতা।
আর ভিক্ষে পাওয়ার জন্য, মানুষের ঘরেও থাকতে হবে উদ্বৃও শস্যদানা
আজ কিছুই আর রইলোনা, যা ছিলো সবই শেষ হয়ে গেলো
এখন পড়ে রইলো শুধু দেহখানা, যার মধ্যে প্রাণটা ছাড়া আর কিছুই নেই!

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...