Monday, June 28, 2021

অভিজিৎ রায়

সত্যিই পৃথিবী কি ধ্বংসের মুখে
                             
ছোট বেলার বলতো সবাই 
পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
এখন দেখি করোনা, আম্ফান,
 ইয়াসের তাণ্ডবে গোটা পৃথিবী কাপে।।

কখনো শুনতাম বড় এক গোলাকার পাথর আঁচড়ে পড়বে পৃথিবীতে।
এখন দেখি মানুষের হাজারো লাশ 
ভাসছে গঙ্গা নদীতে।।

ছোট বেলায় দেখতে পেতাম
 গরুর মুখে পাড়াতো কামড়।
এখন দেখছি বাঁচার তাগিদে
 সবাই মুখে পড়ছে নানা কাপড়।।

কখনো বা ভাইরাস হামলায় কাঁপছে গোটা বিশ্ব।
কোথাও অক্সিজেনের অভাবে হচ্ছে সবাই নিঃস্ব।।

সৃষ্টির যেমন ধ্বংস আছে সেটা নিতান্তই জানা সাবার।
কেন জানি মনে হচ্ছে গোটা বিশ্ব থমকে আছে হচ্ছে অন্ধকার।।

 গড, আল্লাহ, ভগবান যারা বিশ্বাস করতো না আজ তাদের দেখছি মন্দির মসজিদে।
প্রকৃতির তাণ্ডবে গোটা বিশ্বের মানুষ
আঁচড়ে পড়ছে নানাহ বড় বিপদে।।

 সত্যিই প্রকৃতির তাণ্ডবে হারিয়ে যাচ্ছি মোরা।
এইভাবে যদি চলতে থাকে দুঃখ মোদের জীবন ভরা।।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...