মর্তের জীব,বিদ্বেষী জীব তুমি।
প্রতিকুল তুমি,গোপনে কপাটে
প্রতিকুল তুমি,গোপনে কপাটে
জ্বেলে রেখেছ,অজস্র বহ্নি জ্বালি।
যেই জঠরে করেছে ধারন,
কুলে ধরেছে 'মা'।
সেই জঠরে প্রতিদানে তুমি,
মেরেছ আঘাত 'পা'।
যে কুলেতে রেখেছ মাথা,
করেছ দুগ্ধ পানl
যেই জঠরে করেছে ধারন,
কুলে ধরেছে 'মা'।
সেই জঠরে প্রতিদানে তুমি,
মেরেছ আঘাত 'পা'।
যে কুলেতে রেখেছ মাথা,
করেছ দুগ্ধ পানl
পুরুষ কারাবাসে,ধর্ষিত নারী,
পেল তার প্রতিদান।
পেল তার প্রতিদান।
সেই দিন হয়েছে আজ বিগত,
যে যুগে বন্দি শিখলে নারী
পরে থাকত, শত শত।
বন্দি দ্বারের রক্তে লেখা,
হয়েছে ইতিহাস
ভাঙো নারী ঐ শিখলখানা
ধরো তুমি,নারীসাজ।
সাম্যের যুগ,
নর পরবে আজ বন্দিশালায়
যে যুগে বন্দি শিখলে নারী
পরে থাকত, শত শত।
বন্দি দ্বারের রক্তে লেখা,
হয়েছে ইতিহাস
ভাঙো নারী ঐ শিখলখানা
ধরো তুমি,নারীসাজ।
সাম্যের যুগ,
নর পরবে আজ বন্দিশালায়
পুরুষ হবে দাস।
কর্মের বৃক্ষে ধরিবে ফল,নির্মম পরিহাস।
কর্মের বৃক্ষে ধরিবে ফল,নির্মম পরিহাস।
No comments:
Post a Comment