Thursday, December 24, 2020

আলমগীর কবির

ছেড়া পাতা 
  
কোনো একটা সময় জীবনের যৌবন ফুরিয়ে যাবে।
চলে যাবে দেহের শক্তি।
শরীরের ত্বক হয়ে যাবে পুরোনো।
জীবনে চলার পথে যারা ছিলো, তারা অনেকেই ভুলে যাবে।
হয়ত মনে করবেনা আমায় আর কখনো।
জীবনের আয়ু চলে যাবে মৃত্যুর নিকটে,
স্মৃতিগুলো পড়ে থাকবে মায়া জড়ানো।
তখন কি মনে রাখবে আমায় কেউ?
 লিখবে কি আমায় নিয়ে কোনো কবিতা?
হয়ত পড়ে থাকবে তখন আমার লেখাগুলো,  হয়ে ছেড়া পাতা!

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...