Thursday, December 24, 2020

ঈশিতা পাল

নীল আকাশের জোছনা   

আজ আকাশের নীল সেই জোছনায়, 
খেলা করছে ঐ পশ্চিমা বায়ু
মনের আকাশটা মাতোয়ারা হয়ে কিছু আঁকছে। 

কলঙ্কিনী সেই চাঁদটা আজ নতুন রূপ নিয়েছে
তোমাকে সূরের বাঁধনে বাঁধবে বলে,, 

আকাশের মনোমুগ্ধকর নীল জোছনায়
কষ্ঠের ছায়া বুকে জমেছে তার,, 
তৃষ্ণার্ত আমার হৃদয়, শুধু তোমার অপেক্ষায়। 

বক্ষপিঞ্জরে লুকিয়ে রয়েছে ভয়াবহ এক কষ্টের আকার, 
আছে যে কত বেদনা.. 
আমার সময়টা একেবারে থমকে দাঁড়ায়, 
প্রাণের প্রিয় যে আর আসে না।
       
            

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...