Thursday, December 24, 2020

সুমতি দেবনাথ

চাষির ফল

 
হিরে মাণিক তো নয় ,
মেহনতের ফল ।
বসে বসে ভোগ করে 
কাপুরুষের দল ।
কাঠ ফাটা রোদ আর 
কিছু চাল খুদ ,মানায় অদ্ভুত। 
এইভাবে দিনে দিনে
বেড়ে চাষার ছেলে,
উচচশিক্ষা তরে তাকে
বিদেশে দেয় ঢেলে। 
শিক্ষিত হয়ে ছেলে 
আজ শহর বাসী ,
মাথাকুটে  মরে এখনো ,
বাবা সম হাজারো চাষী ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...