Thursday, December 24, 2020

সুমতি দেবনাথ

চাষির ফল

 
হিরে মাণিক তো নয় ,
মেহনতের ফল ।
বসে বসে ভোগ করে 
কাপুরুষের দল ।
কাঠ ফাটা রোদ আর 
কিছু চাল খুদ ,মানায় অদ্ভুত। 
এইভাবে দিনে দিনে
বেড়ে চাষার ছেলে,
উচচশিক্ষা তরে তাকে
বিদেশে দেয় ঢেলে। 
শিক্ষিত হয়ে ছেলে 
আজ শহর বাসী ,
মাথাকুটে  মরে এখনো ,
বাবা সম হাজারো চাষী ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...