চাষির ফল
হিরে মাণিক তো নয় ,
মেহনতের ফল ।
বসে বসে ভোগ করে
কাপুরুষের দল ।
কাঠ ফাটা রোদ আর
কিছু চাল খুদ ,মানায় অদ্ভুত।
এইভাবে দিনে দিনে
বেড়ে চাষার ছেলে,
উচচশিক্ষা তরে তাকে
বিদেশে দেয় ঢেলে।
শিক্ষিত হয়ে ছেলে
আজ শহর বাসী ,
মাথাকুটে মরে এখনো ,
বাবা সম হাজারো চাষী ।
No comments:
Post a Comment