Thursday, December 24, 2020

অমিত রুদ্র পাল

বিন্দু শিশির 

বিন্দু শিশির বুকে থাকুক 
নিবিড় শ্বাসে মাথা রাখুক ।
সদ্য ভোরের গর্ভ ফুটে
যখন শিহরণ অনুভবে উঠে
আমি হয়তো ..
কুয়াচ্ছন্ন পাখির ডানায়
রৌদ্র হয়ে পৌঁছতে পারিনি ,
কিংবা হয়তো আমি ..
সবুজ চোখে নাম জুড়ে
সিক্ত হয়ে একটু মুড়ে 
বলে উঠতে পারিনি 
ভালোবাসি !
বিশ্বাস করো ....
ছড়ানো ঘাসের মতো 
ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছি
ক্ষানিকটা স্পর্শে লজ্জাবতী,
আদৌ কি তা !

বিন্দু শিশির বুকে থাকুক 
নীরব শীতে ডুবে থাকুক ।
কাঁপছে কাঁচা হৃদয়ে
তুমি আবরণ 
একটু ছুঁয়ে দেখো 
যদি হয় উন্মোচন ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...