বিন্দু শিশির
বিন্দু শিশির বুকে থাকুক
নিবিড় শ্বাসে মাথা রাখুক ।
সদ্য ভোরের গর্ভ ফুটে
যখন শিহরণ অনুভবে উঠে
আমি হয়তো ..
কুয়াচ্ছন্ন পাখির ডানায়
রৌদ্র হয়ে পৌঁছতে পারিনি ,
কিংবা হয়তো আমি ..
সবুজ চোখে নাম জুড়ে
সিক্ত হয়ে একটু মুড়ে
বলে উঠতে পারিনি
ভালোবাসি !
বিশ্বাস করো ....
ছড়ানো ঘাসের মতো
ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছি
ক্ষানিকটা স্পর্শে লজ্জাবতী,
আদৌ কি তা !
বিন্দু শিশির বুকে থাকুক
নীরব শীতে ডুবে থাকুক ।
কাঁপছে কাঁচা হৃদয়ে
তুমি আবরণ
একটু ছুঁয়ে দেখো
যদি হয় উন্মোচন ।
No comments:
Post a Comment