বিরহের ভালোবাসা
অকৃত্রিম ভালোবাসার বিশ্বাসের চিতা জ্বালালে আজ।
দুঃখের সাগরে ভাসতে যখন তরি হয়ে আমিই ছিলাম তোমার পাশ।
হৃদয়ের অন্তঃস্থলে এঁকেছি প্রেয়সীর ছবি।
আবেগ বহিঃপ্রকাশে হয়েছি প্রেম জগতের কবি।
কালবৈশাখী ঝড়,বৃষ্টি, বজ্রপাত এড়িয়ে-
মেঠো পথে দাঁড়িয়েছি বৃষ্টি ভেজা প্রেমিক হয়ে।
থাকব তোমার ছায়া হয়ে ,
বলে মুগ্ধ করেছিলে আমায়।
কোথায় সেই প্রেমময় বাণী?তোমার স্মৃতি আজ ক্ষণে ক্ষণে কাঁদায়।
তুমি আছো আনন্দ সাগরে জাহাজের নাবিকের সনে।
না বলে যদি ইঙ্গিতও দিতে , শান্তি খেলা করত রিক্ত মনে।
প্রার্থণা করি,
সুখে , স্বাচ্ছন্দ্যে , আনন্দে হও যেন রাজসুখী।
তোমার আবেগময় স্মৃতিতে, আমি হবো চিরকালের যোগী
No comments:
Post a Comment