Thursday, December 24, 2020

রাজীব মজুমদার

যতিচিহ্ন 

আমি দিনের পর দিন নিরলস চর্চায়
রপ্ত করি বৃদ্ধাঙ্গুলের উন্নত পরিহাস।
আমার উদ্দেশ্য বিধেয় পরস্পরকে 
প্রত্যাখ্যান করেছে বহু বছর আগে। 
চারদিকে এত এত ভগ্নস্তূপের মাঝে
একা বসে প্রেমের কবিতা লিখেছি। 
জ্যোৎস্না রাতে ম্যান্ডোলীন বাজিয়ে 
গান গেয়েছি, অথচ বাতাসে অসহ্য 
পোড়া গন্ধে আমার কামিনী কানন
প্রতারিত, সে কোনোদিন টের পাইনি!
আমি সদ্য শোকসভা থেকে আগত।
ক্রিয়া কর্ম সহযোগে বাক্য গঠন করি -
এক অসম্ভব যতিচিহ্নের পরিপক্কতায়
বিগত দূষকের চোখে আমার বৃদ্ধাঙ্গুলি।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...