Thursday, December 24, 2020

রাজীব মজুমদার

যতিচিহ্ন 

আমি দিনের পর দিন নিরলস চর্চায়
রপ্ত করি বৃদ্ধাঙ্গুলের উন্নত পরিহাস।
আমার উদ্দেশ্য বিধেয় পরস্পরকে 
প্রত্যাখ্যান করেছে বহু বছর আগে। 
চারদিকে এত এত ভগ্নস্তূপের মাঝে
একা বসে প্রেমের কবিতা লিখেছি। 
জ্যোৎস্না রাতে ম্যান্ডোলীন বাজিয়ে 
গান গেয়েছি, অথচ বাতাসে অসহ্য 
পোড়া গন্ধে আমার কামিনী কানন
প্রতারিত, সে কোনোদিন টের পাইনি!
আমি সদ্য শোকসভা থেকে আগত।
ক্রিয়া কর্ম সহযোগে বাক্য গঠন করি -
এক অসম্ভব যতিচিহ্নের পরিপক্কতায়
বিগত দূষকের চোখে আমার বৃদ্ধাঙ্গুলি।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...