Thursday, December 24, 2020

কাজী নিনারা বেগম

লহমা

আমি উড়ব শীতের পাখায় ভর করে,
শিশির ভেজা গাঁদা ফুলের পাপড়ির আবডালে লুকিয়ে আছ তূমি,
গাথব মালা , সূর্যের আড়ালে , রোদেলা আকাশের এক মুঠো সোনালী স্বপ্নের ঠিকানায়।
 জীবন গনিতের হিসেবে বিয়োগ ছাড়া,,
আজ আর কিছু নেই!
সকল‌ সমীকরণের ফল আজ শুন্য,,
 ভরসা আর বিশ্বাসে সন্মান রয়ে গেল অশরীরি উধাও।
নিয়তির নির্মম পরিহাস পরিত্যক্তা আমি!
এলোমেলো এক গোছগাছ শর্তহীন ভালো বাসা,,
এক লহমায় অন্ধকারে ডুবেছি আমি।
সম্পর্কে টানাপোড়ন এসিড দগ্ধিত আমি,,
আজ প্রতিজ্ঞা করছি!
এমন রুপকথা লিখবোনা বার বার।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...