তবলার বোল
মেরে কেটে খা,
কেটে মেরে খা।
মেরে খা
কেটে খা
খা খা খা ।।
দিকে দিকে রা,
হায়নার হা
চেচে-পুঁছে
পেটে পুরে
চুপিসারে ধা।
ধা ধা ধা ।।
লুটেপুটে যা
লুপেলুটে যা,
ছুটে যা
লুটে যা
যা যা যা ।।
কুহুঁ রব না না
কর্কশ কা,
কদাচার ঘেটে ঘেটে
দূষিত গা।
গূঢ় ভাবে আঁটা
নষ্টামির কাঁটা
সমাজে দুর্গন্ধ
দগদগে ঘা।
ঘা ঘা ঘা ।।
No comments:
Post a Comment