Thursday, December 24, 2020

লিটন শব্দকর

অরণ্যলিপি২
                     
এই নির্জন সবুজ শ্যাওলা জমা
জংলা জলার মাঠে
ফিরে যাই সন্ধ্যে হলে,
সারারাত দেখি সবুজ ব্যাঙের
গলার নরম পর্দা নড়ে
ঘাসফড়িং গিলে গিলে।
আহা এই রাতগুলিও তো আগে
এমনি করে ডাকেনি কখনো
অড়বড়ইয়ের উস্কো খুস্কো পাতায়,
কার্তিক রাতে বৃষ্টি ঝেপে এলে
বিড়ম্বনায় ডুবি দিশাহারা হই
শহরের বিষন্ন প্রথায়।
তারপর ছিটেফোঁটা মেঘে
ছন্দোময় অঘ্রাণ আড়াল
সব ঘুড়ি হেসে দিয়েছে নীলে ডুব,
আবারও সন্ধ্যে হলে 
জোনাকীর ঝাঁক খুঁজে খুঁজে
একলা হবো খুব।    

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...