Thursday, December 24, 2020

সংগীতা দাস

তুমি আমার

তুমি যে আমার প্রিয়!
তোমাতেই যে রয়েছে আমারই বাস;
শান্তি, নির্মল ও গহীনতম আঁশ!

তুমি সূর্য্য, তুমি আকাশ;
তুমি যে আমার প্রাণের আবাস
স্নিগ্ধ, কোমল ও আবেগপ্রবণ ডাল!

আলোকের এই ঝর্নাধারা,
বহিছে যে অন্তরের পবিত্রতা
নিবৃত্তি, সরলতা ও নিবারকতার সহিষ্ণুতা

ভুবন মোহন রূপময়তার স্থান,
তুমি যে আমার সুন্দরতম অন্ত:স্তরে;
আনন্দ, সুখ আর স্বর্গের বাস!

             

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...