তুমি আমার
তুমি যে আমার প্রিয়!
তোমাতেই যে রয়েছে আমারই বাস;
শান্তি, নির্মল ও গহীনতম আঁশ!
তুমি সূর্য্য, তুমি আকাশ;
তুমি যে আমার প্রাণের আবাস
স্নিগ্ধ, কোমল ও আবেগপ্রবণ ডাল!
আলোকের এই ঝর্নাধারা,
বহিছে যে অন্তরের পবিত্রতা
নিবৃত্তি, সরলতা ও নিবারকতার সহিষ্ণুতা
ভুবন মোহন রূপময়তার স্থান,
তুমি যে আমার সুন্দরতম অন্ত:স্তরে;
আনন্দ, সুখ আর স্বর্গের বাস!
No comments:
Post a Comment