চিঠি লিখি আবার ছিঁড়ে ফেলি
একটা অন্যমনস্ক মন না কি ব্যর্থ প্রেমিক
উজাগর রাতে সন্ধ্যা আরতি শেষে
নিখোঁজ জঙ্গলে ঢুকে যায়
পাতায় পাতায় কার নাম খুঁজে
ক্রমশ গাছেরা হিংস্র হয়ে ওঠে
বন-পশুরা নির্বিবাদ মিলমিশে পটু...
এ দেখি উল্টো পুরাণ আকাশ জুড়ে ঘুরে
সপ্তকাণ্ড রামায়ণের শেষে
সীতার পিতৃত্ব নিয়ে বিস্তর গবেষণা
এক পরশ পাথর
স্বপ্নের হাত ধরে বাস্তবের পথ হাঁটা
প্রেম পড়ে থাকে চিঠির ভেতর
আমি চক্কর কাটি বহিরাবরণে
গুটিপোকা বন্দি যেন জন্মজন্মান্তর।
No comments:
Post a Comment