Thursday, December 24, 2020

মোহাজির হুসেইন চৌধুরী

উল্টো পুরাণ 
   
চিঠি লিখি আবার ছিঁড়ে ফেলি 
একটা অন্যমনস্ক মন না কি ব্যর্থ প্রেমিক 
উজাগর রাতে সন্ধ্যা আরতি শেষে 
নিখোঁজ জঙ্গলে ঢুকে যায়
পাতায় পাতায় কার নাম খুঁজে 
ক্রমশ গাছেরা হিংস্র হয়ে ওঠে
বন-পশুরা নির্বিবাদ মিলমিশে পটু...

এ দেখি উল্টো পুরাণ আকাশ জুড়ে ঘুরে 
সপ্তকাণ্ড রামায়ণের শেষে 
সীতার পিতৃত্ব নিয়ে বিস্তর গবেষণা 
এক পরশ পাথর 
স্বপ্নের হাত ধরে বাস্তবের পথ হাঁটা
প্রেম পড়ে থাকে চিঠির ভেতর 
আমি চক্কর কাটি বহিরাবরণে     
গুটিপোকা বন্দি যেন জন্মজন্মান্তর।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...