Thursday, December 24, 2020

সঞ্জয় দত্ত

প্রশ্ন

তুমি কেন হাসো?
তুমি কেন কাঁদো?
তুমি কেন স্বাধীনতা দাও নি আমায়?

হাজার প্রশ্ন, হাজার উত্তর,
কেন এই ধারা?

দিনের শুরুটা কেন প্রশ্ন দিয়ে হয়?
দিনের শেষটাও কেন প্রশ্ন?
সবকিছু কেন এক করে নিতে পারছি না?

কোথায় রাজা?
কোথায় তাঁর নীতি?
কেন নরপিশাচ দিকে দিকে বৃদ্ধি পায়?

শোষন কেন বেড়ে চলেছে?
শোষিত কেন চুপ আজ?

কেন এত হিংসা?
কেন এত বিদ্বেষ?
প্রতিবাদ কেন লুকিয়ে থাকে?

অস্থির হয়ে মানুষ কেন মৃত্যুকে বেছে নেয়?
হাজারো গোলাপের সুবাস কেন এক নয়?
ভালোবাসা কেন চিরস্থায়ী নয়?

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...