Thursday, December 24, 2020

রাজীব পাল

বৈকুণ্ঠে পথ

কণ্টকময় পাথুরে জীবন পথ
নীতি আদর্শের গল্প বিছানো
তবুও অমসৃণ অফলন্ত অফুল্ল
এ পথে ঝড়ে পড়ে রক্ত মাংস হাড়।

নীতি আদর্শের গল্পগুলো বাক্স বন্দী হতেই
ত্রিকোণ চঞ্চুর মত শক্ত পাথুরে রাস্তা ভীষণ মসৃণ
জীবন তখন সুস্বাদু উপভোগ্য।
দেহ নাহয় থাকে লৌহাবৃত্তে ঢাকা
মনে থাকে অবচ্ছায়া মৃত্যুভয় প্রতিনিয়ত।
একদিন দুমড়ে মূচড়ে যাবার জন্য তার অপেক্ষা।

আর নীতি আদর্শে আবৃত্ত জীবন
কণ্টকময় রাস্তা ধরে পৗেঁছে বৈকুণ্ঠে
সেথা উল্লাসের প্রাচুর্যে শতদল বিকশিত
অনন্ত নভোমন্ডলে ডানাখুলে সূর্যাভিমুখে
মন নিঃসংশয় নিঃসংকোচ আর সচ্চিদানন্দ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...