অবেলার বসন্ত
বিকেলের আকাশে মেঘের হাতছানি,ছাদের ডাইরি নিয়ে বসলো রাইমা।ডাইরিটা খুলে একটা কবিতার নাম লিখলো, কবিতার লিখতে গিয়ে আকাশের দিকে তাকালো রাইমা।।আজ থেকে একমাস আগে শেষ দেখা রোহণের সাথে, শেষ কথাও।এরপর ব্লক করে দিয়েছিলো রোহণ,কথা ছিল এই বসন্তের সময় ওরা শান্তিনিকেতন যাবে,,সময় কাটাবে।সেসব আজ স্মৃতি। দু'বছর আগে বসন্ত উৎসব এ ওদের প্রথম দেখা,,,সেই থেকে পরিচয়, কথাবার্তা, প্রেম।রোহণ অভিমাণ করে বলেছিল "বসন্ত উৎসব এর আগে দেখা হলে তোমার সাথে মনের মতো বসন্ত উৎসব পালন করতাম", রোহণের কথা শুনে হেসে উঠে রাইমা বলেছিল ,,তাতে কি?এখনি রং মাখিয়ে দাও।রোহণ বললো নাহ্, সামনের বসন্তে আমার স্ত্রী করে তোমাকে নিয়ে বসন্ত উৎসব পালন করবো।।এসব ভাবতে ভাবতে হঠাৎ দু ফোঁটা জল গড়িয়ে পড়লো রাইমার চোখ থেকে।চোখ মুছে রাইমা হেসে উঠলো। কবিতা লেখা হলো না, কাঁদা হয়ে গেলো। এদিকে সন্ধ্যা হয়ে গেছে।ঘরে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো রাইমা। কে যেন রাইমার কানে বলে উঠলো
No comments:
Post a Comment