Thursday, December 24, 2020

অভিজিৎ রায়

পরিবেশ
সৃষ্টিকর্তা অনেক যত্নে গড়ল এই প্রদেশ
আমরাই যে ভোগকর্তা  
মোদের হাতেই ধ্বংস হচ্ছে পরিবেশ।।

কত না অন্যায় অবিচার সহ্য করছে
তবুও অক্সিজেন দিয়ে মোদের দিচ্ছে।।

 গাছপালা কাটছি মোরা প্রতিদিন
কিন্তু তবুও পৃথিবীর অপূর্ব দৃশ্য উপভোগ করি সারাদিন।

কত পশু, পাখী, গাছ পালা আছে এখানে
আমরাই যে এই পরিবেশের রক্ষাকর্তা
 আমরাই যে যাব একদিন স্বশানে।

প্রতিদিন অপ্রাকৃতিক উপায়ে জ্বালাচ্ছি ইট ভাটা

যার ফলে আমাদের জীবন হয়ে যাচ্ছে 
অনেকটা সাদা মাটা।।

কত আবর্জনা ফেলছি মোরা এইদিকে সেইদিকে
একবার ও ভাবিনা আমরা, 
এমন হলে পরিবেশের ভারসাম্য রক্ষাটা করবে কে?

অবাগ লাগে আমার
 যে আমাদের বাঁচিয়ে রাখছে 
দিনা ওর কোন গুরুত্ব।
তবুও আমরা ব্যানার লাগিয়ে ডেমো করি আমরাই পরিবেশের অন্ধ ভক্ত।।

নিজ থেকেই আসতে হবে সচেতনতা
তবেই আমরা হতে পারবো এই পরিবেশের রক্ষাকর্তা।

ভালো খারাপ সব তো মোদের হাতেই 
যদি আমরা আবর্জনা সাফ
 করি সাথে সাথেই।

এই ভাবে যদি আমরা নষ্ট করি জল।
একদিন আমরা অবধারিত যাব রাসতাল।।

কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করি মোরা
ঈশ্বর আমাদের সব দিলেও 
আমাদের কৃতকর্মে চারিদিকে হচ্ছে
 বন্যা, মহামারী আর খড়া।

সব থেকে সেরা লাগে ।
যখন গাছে বসে পাখি ডাকে।।

জীবনের সব কিছুর জানান দেয় এই পরিবেশ
প্রেমের জ্বালায় কত না নিষ্পাপ জীবন
 হয়ে যাচ্ছে নিমিষেই শেষ।।

সবার কাছে একটাই প্রার্থনা আমার 
মাসে একটা করে গাছ লাগিয়ে
 কর অক্সিজেনের জোগাড়।।

পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে পরিছন্ন থাকো সবাই
আমরাই পারবো পরিবেশকে বাঁচাতে 
আমাদের মূলমন্ত্র হবে এটাই।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...