Thursday, December 24, 2020

কাউচার খান

আমি এখন বেঁচে নেই হয়তো

আমি এখন বেঁচে নেই হয়তো,
আমি এখন পঁচে গেছি, গলে গেছি!
এখন গায়ে শুধু পঁচা মাংসের গন্ধ। 
সুগন্ধি পারফিউমের মাথা ধরা গন্ধ এখন আর নেই!
ঘুনপোকা ধরা এই আমি এখন,
তোমার বৃত্তের বাইরে অতি মাত্রায় সত্যি শুন্যতায় দাঁড়িয়ে। 
এখন দিন নেই, রাত নেই,
শুধু মনে হয় তুমি বুঝি সত্যিই গগনচন্দ্র |
তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার দূরে আমি,
পৃথিবী থেকে শুধু তার আলোর ঝলকানিতে ভালোবাসতে পারি। 

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...