Thursday, December 24, 2020

কাউচার খান

আমি এখন বেঁচে নেই হয়তো

আমি এখন বেঁচে নেই হয়তো,
আমি এখন পঁচে গেছি, গলে গেছি!
এখন গায়ে শুধু পঁচা মাংসের গন্ধ। 
সুগন্ধি পারফিউমের মাথা ধরা গন্ধ এখন আর নেই!
ঘুনপোকা ধরা এই আমি এখন,
তোমার বৃত্তের বাইরে অতি মাত্রায় সত্যি শুন্যতায় দাঁড়িয়ে। 
এখন দিন নেই, রাত নেই,
শুধু মনে হয় তুমি বুঝি সত্যিই গগনচন্দ্র |
তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার দূরে আমি,
পৃথিবী থেকে শুধু তার আলোর ঝলকানিতে ভালোবাসতে পারি। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...