Thursday, December 24, 2020

স্নেহাশীষ রায়

মারবি কত আর

তোরা মারবি কত আয় রে তোরা
মারবি কত আর?
হকের কথা শুনাবো যথা
মানবো নাকো হার।
জলছুড়ে আর লাঠির মারে
দমবো নাকো মোরা,
হাজার হাজার নেমেছি পথে
ফেলতে দেশে সাড়া।
ভাবিস তোরা মুর্খ মোরা
জানিনা দেশের হাল,
হাঁটছি মোরা তীব্র বেগে
 সুখটা পেতে কাল।
বহু পথ পেরিয়ে মোরা
এসেছি তোমার দ্বারে,
পূরণ যদি হয়তো ভালো
বাঁঁচবো তোমার তরে।
সংগ্রাম আর লড়াই মোরা
শিখেছি কাজের কাছে,
হাত উঁচিয়ে এগিয়ে চলি
চিন্তা করিনা পাছে।
কষ্ট করে ফসল তুলে
নষ্ট হচ্ছে স্বপন,
তাই তো মোরা দেখছি নাকো
ফসলসুখের ধন।
তার উপরে চাঁপিয়ে দিলে
হাড় হিম করা বিল,
তাই মোরা দিয়েছি সবে
তোমার দুয়ারে খিল।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...