Thursday, December 24, 2020

সঙ্গীতা নাথ

অবেলার ঝড়ে বিধ্বস্ত বসন্ত সন্ধ্যা 
এলোমেলো বন্য হাওয়ায় 
রাতটুক কেটে যায়;
এরপর যথারীতি বেলা গড়িয়ে যায় 
দিন রাতের লুকোচুরি খেলায়
ক্রমশঃ ৠতু বদলায় 
কিন্তু কখনো কখনো চিরতরে রয়ে যায় 
অবেলার অঘটনের রেশ ।

ভালো হওয়ার প্রতিযোগিতায় যাইনি কখনো ,
কখনো কখনো খারাপ তকমাটাও খারাপ লাগে না ,
আর দুটোর মধ্যেকার বিশাল আঙিনায় 
আমি বেঁচেবর্তে আছি বেশ ।
তাই হয় তো আজো বলতে পারি 
হ্যাঁ,  আমি বেঁচে  আছি এবং  ভালো আছি। 


করোনা নতুন করে মনে করিয়ে  দিলো
একা এসেছ একাই যাবে ;
মধ্যেকার যা কিছু সবই ক্ষণস্থায়ী। 
করোনা বুঝিয়ে দিলো 
নিজস্ব গন্ডীর ভেতরেও বেঁচে থাকা যায়। 
করোনা ভাবনার ঘরে জোয়ার আনলো
নিজের রসদ নিজেকেই খুঁটে নেওয়ার শিক্ষা দিলো।
ক্ষুধার্ত মানুষের স্বজন হারানো ক্রন্দন শোনালো,
খালি হাতে ঘরে ফেরার বাস্তব ছবি আকঁলো ।
রামধনুর রং দেখে দেখে হতাশ না হয়ে 
প্রজাপতির উড়া দেখতে শেখালো ।
করোনা নিজেকে চিনতে শেখালো 
নির্জন ঘরে নিজের সাথে থাকতে দিলো ।
কিছু পেতে হলে কিছু দিতে হয়
তাই কিছু প্রাণ কেড়ে নিলো ।
না করোনা এখনো অতীত হয়ে যায় নি
করোনা এখনো বর্তমানকে ঘিরে রয়েছে। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...