প্রত্যাশা
ঝড়ে ঝরে যায়,বাস্তু,বাস্তব গাছপালা আরো কত কিছু,
জীবন হারিয়ে সাথে ভরসা, আশা,
যে বটগাছ টা ছায়া,বাতাস দিতো,
একদিন জ্বলে বাতাসে মিশে,
কখন ঝড়,মৃত্যু আসে কেউ জানে না,
নিমেষে স্বাভাবিকতার সব বদলে যায়,
প্রকৃতি আর জীবন তো এক,
চিরন্তন সত্যত, তবু নিয়ম মানতে নারাজ,
এরপর সব ইতিহাস....
সবাই না কি স্বর্গদ্বারে গিয়ে পৌঁছায়,
এই বিশ্বাসে ভরসা করে-
জানি না,সেই স্বর্গদ্বারের যাত্রা কোথায়?
একবার দেখে আসতাম-
প্রিয়জন রা কি করছেন,কেমন আছেন?
No comments:
Post a Comment