নিত্যানন্দ
সহিষ্ণু বদনে চাহি রূপ তোমার
হাস্য নয়নে যেন মুক্তধারা।
হরিদ্রা বর্ণ মাখা অঙ্গ,
ললাট স্পর্শে তিলক রেখা।
মাল্য চুম্বনে সজ্জিত কন্ঠ তোমার,
ধুমকেতুর বিচ্যুত রশ্মিতে মুখমণ্ডল।
পিছুটানে করলে মাতাল জগৎ সংসার,
নামে নামে জয়ধ্বনি তোমার পদতল।
প্রখর তপনে তপ্ত দেহাবরণ,
চরণ স্পর্শিত কন্টক মৃত্তিকা।
নৃত্য পথে বাহু তুলে
ডুবন্ত পরম প্রিয় কৃষ্ণ নামে।
No comments:
Post a Comment