Thursday, December 24, 2020

সোনাই সরকার

বন্ধুত্ব

বিদ্যালয়ে যাওয়ার পথে একত্রে মিলে কত না কথা।

একটু দেরি হলেই যে বলত তারা কালকে থেকে যাস একা,
আবার ও পর দিন আমার জন্য করত অপেক্ষা।

প্রেম করতে রয়ে থাকে বন্ধুদের বড়ো অবদান ।
বন্ধু ছাড়া  প্রেম করা "নো চান্স "।
যদি  বলি আজকে আমি প্রেম করতে যাব ক্লাস দিয়ে পাঁকি।
বলত তারা তুই প্রেম কর তোর আবার ক্লাস করতে হবে না কি ।

তুমি তাদেরকে না বললেও বুঝে নিভে তোমার মনের ভাব ।
তোমাকে দেবে না কখনও খুশি অভাব ।
দুষ্টুমি করতে করতে পার করে আসলাম বিদ্যালয় জীবন ।
প্রথম দিকে কলেজ জীবনের লাগত না মন।

কিছু কিছু বন্ধু রয়ে গেল কাছে 
কিছু বা চলে গেল দূরে, 
কিছু হয়েছে বন্ধু নতুন করে ।
কিছু বন্ধুর হয়েছে বিয়ে কিছু আবার পড়েছে প্রেমে 
আস্তে আস্তে বন্ধুত্ব গেল ভেঙে ।

নতুন কিছু বন্ধু পেয়েছি দিব্যি মজার বন্ধু গুলি।
বকলে ও রাগ করে না , সবাই মিলে থাকি খুশি।
তোদের  ছাড়া মোর জীবনে নেই কোনো  মূল্য ।
তোদের দিয়ে ই আমার জীবন নতুন করে পেয়েছে জন্ম ।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...