Thursday, December 24, 2020

বর্ষা দে

জাতের বজ্জাতি
   
আমরা কারা?
যদি হই উত্তরে আমরা মানুষ।
তাহলে পরিচয়ে কেন নাও ধর্মের খোঁজ।
কেন বল আমি হিন্দু আমি মুসলিম আমি খ্রিস্টান ।
 যদি আমরা সকলে মনুষ্য জাতি ওই হই 
তাহলে  
ধর্মের পেছনে ছুট কেন বাঁচাতে সম্মান?
 
যদি হয় রক্তের রং 
সকলেরই লাল।
তবে কেন বল 
সে বন্ধু অন্য জাতি
তার সঙ্গে চলতে মানা চিরকাল।

মানুষ তুমি নইকো মানুষ জাতি
ধর্মের পিছনে ঘুরে বানিয়েছ জাতের বজ্জাতি ।
যদি থাকো বেঁচে ধর্মের পিছু ছুটে 
অশুচি নামক তোমার মন,
কুরে কুরে খাবে
 তোমায় প্রতিটা দিন প্রতিটা ক্ষণ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...