যোগ্যতা
আপনার ঠোঁটে এখন আগুন জ্বলছে
চোখে লাভা
বুকে হেমলক।
আপনি এখন চুড়ান্ত অন্ধ, বৃদ্ধ
বারুদের গন্ধ ভুলে পথভোলা মানুষের হাতে কি লাগাম ধরিয়ে দিতে পারবেন
যেটা আপনাকে নিয়ে যাবে সভ্যতার উত্তরমুখে?
পারবেন কি বৃক্ষ হয়ে যেতে;
যেটুকু গ্রীষ্মরোদ আছে তার সিংহভাগে পুড়ে যাবে পিঠ
তবুও বুকে করে আগলে রাখা ছায়া এনে
পান্তা ভাতের থালায় বেড়ে দিতে পারবেন একগুচ্ছ প্রেম?
নিরপেক্ষ দাঁড়িয়ে আপনি কি পারবেন পিতার মতো ভালোবাসতে
কিংবা মায়ের মতো চোখ মুছে দেবেন আঁচলে?
ওরকম বারুদ পূজো তো আমরাও জানি,
তবুও দেখুন বুকের ভিতর গড়ে তুলেছি সিংহাসন,
আপনি কি পারবেন সাদা হৃদয় নিয়ে এখানে এসে বসতে?
No comments:
Post a Comment