Thursday, December 24, 2020

রুবেল হোসেন

বন্ধুত্বের বাঁধন

ঝড়ের ঘূর্ণিপাকে সুদূরে নয়,
পাশে থাকার নাম বন্ধুত্ব!
ভুল দেখে সরে যাওয়া নয়,
ভুল শুধরে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব! 
মিথ্যে বলে মন ভুলানো নয়,
সত্যি বলে সাহস জোগানোর নাম বন্ধুত্ব! 
সময়ের সাথে পাল্টে যাওয়া নয়, 
সময়কে পাল্টে জবাব দেওয়ার নাম বন্ধুত্ব! 
আলো থেকে অন্ধকারে সরিয়ে দেওয়া নয়, 
অন্ধ মুছে আলোর উজ্জ্বলে আলোকিত করার নাম বন্ধুত্ব!
ব্যস্ততার মধ্যে অজুহাত দেখানো নয়, 
খানিকটা সময় নিয়ে কেমন আছিস জানতে চাওয়ার নাম বন্ধুত্ব! 
বন্ধু মানে রাগ নয়, নয় অভিমান, 
বন্ধু মানে সুখে দুঃখে সমান সমান ভাগ!
বন্ধু মানে অগ্নিকাণ্ডে মৃদু ম্লান হাওয়া, 
বন্ধু মানে অল্প খাবার দু'জন মিলেখাওয়া! 
ভুলব না আজ তোকে আমি, রাখবো বুকে সদা, 
আমার বুকে বন্ধু হয়ে থাকবে সুতোয় বাঁধা। 

No comments:

Post a Comment

গৌতম মজুমদার

বধ্যভূমি - রাফা শোনা যাবেনা আর কোনদিন ক্ষুধার্ত শিশুর কান্না, মা বোন থেকে বৃদ্ধ বৃদ্ধার আর্তনাদ টুকু আর না। শান্তি এখন রাফা শহরে যদি পেতে শো...