আর নয়
আমরা কিছু মানুষ রূপী
অ-মানুষের কান্ডারী।
ভালোবাসার স্থানে ঘৃণা পুষি।
হাতে রক্তমাখা তরবারি।
রক্তে ভাসে রাজপথ আর,
অশ্রু ভাসায় মায়ের কোল।
রক্তে রক্তে হলি খেলায় মেতে উঠে সকল অসুর।
আর কতটা অভিশপ্ত রক্ত নদী বয়বে একালে?
রক্ত বন্যা আর নয়।
প্রশান্তিতে খুঁজি ঠাঁই।
আসুন সবাইদীপ্ত কণ্ঠে -
এক সুরে গাই ভালোবাসার জয় গান।
No comments:
Post a Comment