প্রহরীর প্রশ্ন
ধুমকেতুর গতির মতো মনের রন্ধে রন্ধে ঘা দিয়ে গেছো প্রতিবার
আহত প্রাণের দলে আমি একজন!
তবুও তোমার আঁচলে ক্ষরিত রক্তের দাগ লাগতে দিইনি,
নিকোটিনের বেড়াজাল থেকে মুক্তি পাইনি এখনো।
দু:স্বপ্ন তাড়া করে কিছু অভিশক্ত রাতে,
সহস্র প্রশ্নের শিকল মনে আটকা পড়ে আছে,
স্মৃতির মণিকোঠায় শুধু অভিমানের ঘ্রাণ;
অভিযোগ করতে পারি না তাই আমি অভিমানী!
No comments:
Post a Comment