Thursday, December 24, 2020

সংগীতা শীল

প্রহরীর প্রশ্ন

ধুমকেতুর গতির মতো মনের রন্ধে রন্ধে ঘা দিয়ে গেছো প্রতিবার
আহত প্রাণের দলে আমি একজন!
তবুও তোমার আঁচলে ক্ষরিত রক্তের দাগ লাগতে দিইনি,
নিকোটিনের বেড়াজাল থেকে মুক্তি পাইনি এখনো।

দু:স্বপ্ন তাড়া করে কিছু অভিশক্ত রাতে,
সহস্র প্রশ্নের শিকল মনে আটকা পড়ে আছে,
স্মৃতির মণিকোঠায় শুধু অভিমানের ঘ্রাণ;
অভিযোগ করতে পারি না তাই আমি অভিমানী!

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...