সেদিন দেখা হয়েছিল
সেদিন কুয়াশার বুকে ভেসে ভেসে
ট্রেনটা চলছিল সুসু ডাক ছেড়ে
সন্ধ্যা তারা ঝাপসা আলোর কুয়াশার চাদরে
চাঁদ লুকিয়ে মেঘের আঁধারে
পাশের সিটটায় বসে কবিতার বইটা হাতে
সমিরন তোমার সাথে দেখা
তাই আজও তোমাকে নিয়ে লিখতে বসে
ভাবছি কি তোমার কাছে পৌঁছাবে
আমার লেখা , ঐ যে সেদিন প্রথম দেখা!
যা স্মৃতির পাতায় রয়ে গেছে
আমার ডায়েরি খাতায়
তবে কথা ছিল দেখা হবে বন্ধু
তা আজ এক বছর পূর্ণ হলো
তবে এমনটা হাওয়ার ছিল না
তুমি কথা রাখতে পারোনি
তুমি আজ তারা দেশে!
No comments:
Post a Comment