Thursday, February 20, 2020

জয়ন্ত শীল

ল্যাটেক্স সংগ্রহ 


আর দেরি না করে 
ছুরি নিয়ে বেরিয়ে পড়লো ছেলেটি ;
থরে অভিনয় করা গাছগুলি দাঁড়িয়ে থাকে, 
ছেলেটি তাদের সামনে সেচ্ছাসেবকের মতো ছুটে যায়। 

জমাটবাধা মরা রক্তের দলাগুলো টেনেহিঁচড়ে 
হাতের আঙুলে পেঁচিয়ে নেয়, 
ঝরাপাতা গুলো বলে উঠে 
চলো, আজ আমরা বেদুইন হই। 

নানা কৌশল করে গা থেকে ছাড়িয়ে নেয় 
একটু একটু করে চামড়া। 
এই দৃশ্যের কোনো দহন যন্ত্রণা নেই! 
বিচিত্র প্রদর্শনীর মতো সাদাটে রক্ত সংগ্রহ করে নেয় 
একটি বাটিতে। 

আমরা সামাজিক জীব, স্থবির চলচিত্র দেখি। 
আমাদের কোনো গোপন দুঃখ নেই, 
সভ্যসমাজ এর নাম দেয় 
ল্যাটেক্স সংগ্রহ। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...