Friday, February 21, 2020

সংগীতা দেব

অমর একুশ

বীর সহিদ সালাম,রফিক,জব্বার,বরকত!
কেউ আর তোলেনা আওয়াজ,
মাতৃভাষার জন্য।
হয়না আর রক্ত গরম, মাতৃভাষার অসন্মানে!
কারো বিবেকে দেয়না ধিক্কার, মাতৃভাষা নিয়ে অপমানে!
ইংরেজীটা আজ ফ্যাশন সবার মাঝে
উঠতে বসতে বলা চাই ইংরেজী,
আজ কালকার স্যোসাইটিতে।
বাংলা আজ পুরোনো,
বলতে গেলেই লজ্জায় আটকে যায় মুখে।
ইংরেজী স্কুলেই পড়তে হবে
ভালো শিক্ষা পেতে হলে।
বাংলা স্কুল গুলো পড়ে রইলো ফাঁকা,
অচল বাংলায় লেখাপড়া হয় বলে।
আমরা এখন অনুকরণের নেশায় এত মত্ত
ভুলেই যাচ্ছি আসল অহংকার,
আমার প্রথম মুখের ভাষা, মায়ের ভাষা বাংলাকে।
আমার ভাষা বাংলাকেই চাই আমি,
অফিস, আদালত, স্কুল, কলেজে।
আর কেউ প্রতিবাদ করেনা,
বাংলার বদলে অন্য ভাষা চাপানোর দুঃসাহসে।
৫২এর রক্তক্ষয় মাতৃভাষার সন্মানে।
এখন তো শুধুই আনুষ্ঠানিকতা,
সহিদ বেদীতে ফুলদানে।
সহজেই বলে ফেলি বাংলাটার  ঠিক চমক নেই,
আবারো দিন কাটে ইংরেজীর চালে।
সহিদ বীরদের আত্মা বলে,
আগুন জ্বলুক আবার প্রাণে।
প্রতিবার ভষ্ম হউক বাংলা ভাষার অসন্মান।
তখনই একুশ অমর হবে,

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...