Thursday, February 20, 2020

প্রণব দাস

তোমার প্রতীক্ষায়
             

আজ ক্লান্ত শরীরে 
শুধু তোমায় মনে পড়ে।
তোমার নিয়ে দেখা স্বপ্ন
আজ বুঝি সবই ছিল রত্ন।।

একদিন আকাশ ছোঁবো ভেবেছিলাম,
যাবো আকাশের সীমানায়।
তা আজ  নিরাশায় খাতায়,
বজ্রাঘাতে সব ভেঙে চুরমার।।

ঘাত প্রতিঘাতে
আমি আজ খুব ক্লান্ত হয়ে পড়েছি।

তবুও প্রতীক্ষায় আছি
তুমি আসবে।
যৌবনের উত্তাল ঢেউয়ে
তুমি আসবে।

নতুন এর মাঝে নতুন রূপে
তুমি দেখা দেবে,
আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি
উল্টো পথে হেটে।

স্বপ্ন দেখি তবুও
তুমি আসবে,তুমি আসবে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...