Friday, February 21, 2020

সম্পাদকীয়

যে বুকে প্রেম জাগে, সেই বুকেও ব্যথা হয়। কবিতা ছাড়া এই কথা সচরাচর কে বলবে!

বারুদ চাপা বুকের উপর বিমানের মতো আগুণ চলে গেলেও বারুদ জেগে না উঠাই প্রেম। হাজারো প্রেম ভাঙার গল্পের পেছনে থাকে একেকটি শক্তিশালী ঘুরে দাঁড়ানোর গল্প। সেই হিসেব কবিতা ছাড়া কে করে!  

প্রতিটি শব্দই ভাষা। কবিতার ভাষা। প্রতিটি ভাষাই মায়ের। আমরা আন্তর্জাতীক মাতৃভাষা দিবসের দিনে নিজেদের আরও একটি সংখ্যা প্রকাশ করতে পেরে তৃপ্ত। সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন। জয় হিন্দ।


শুভেচ্ছা ও শ্রদ্ধা-সহ
জয় দেবনাথ
সম্পাদক
মনন স্রোত 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...