Thursday, February 20, 2020

বিনয় শীল

মহাকাশ অভিযান


ও পৃথিবী তোমার সাথে
আজকে আমার আড়ি,
মাসেক লাগি দিলাম ওই
মহাকাশে পাড়ি ।

ছুটছি আমি মহাবেগে
নাসার গগন যানে,
দেখবো ওরা গ্রহ তারা
রয়েছে কোনখানে ।

আন্তর্জাতিক স্পেস্ স্টেশনে
বিশ্রাম করে নেবো,
সেথায় বসে সেল্ফি তুলে
ফেইসবুকেতে দেবো ।

একে একে জমবে পাড়ি
নিহারিকার ঝোঁপে,
পৃথিবীকে দেখবো তখন
স্পেস্ টেলিস্কোপে ।

গেলাক্সিতে ঘুরে ঘুরে
ভরবে যখন মন,
আকাশ গঙ্গার বুকের পরে
ভাসবো কিছুক্ষণ ।

স্টার ফোরমিং জোনে যাবো
নাইকো কোনও ভয়,
মহাকাশের যে অঞ্চলে
তারা তৈরি হয় ।

যেতে যেতে যদি না পাই
গ্রহাণু আর ধূলা,
দেখা হবে স্পাইডার, হেলিক্স,
ক্র্যাব্ নেবুলা ।

এসব দেখে আসবো যখন
পৃথিবীতে ফিরে,
সবার সাথে গল্প বলবো
মহাকাশকে ঘিরে ।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...