Thursday, February 20, 2020

বিনয় শীল

মহাকাশ অভিযান


ও পৃথিবী তোমার সাথে
আজকে আমার আড়ি,
মাসেক লাগি দিলাম ওই
মহাকাশে পাড়ি ।

ছুটছি আমি মহাবেগে
নাসার গগন যানে,
দেখবো ওরা গ্রহ তারা
রয়েছে কোনখানে ।

আন্তর্জাতিক স্পেস্ স্টেশনে
বিশ্রাম করে নেবো,
সেথায় বসে সেল্ফি তুলে
ফেইসবুকেতে দেবো ।

একে একে জমবে পাড়ি
নিহারিকার ঝোঁপে,
পৃথিবীকে দেখবো তখন
স্পেস্ টেলিস্কোপে ।

গেলাক্সিতে ঘুরে ঘুরে
ভরবে যখন মন,
আকাশ গঙ্গার বুকের পরে
ভাসবো কিছুক্ষণ ।

স্টার ফোরমিং জোনে যাবো
নাইকো কোনও ভয়,
মহাকাশের যে অঞ্চলে
তারা তৈরি হয় ।

যেতে যেতে যদি না পাই
গ্রহাণু আর ধূলা,
দেখা হবে স্পাইডার, হেলিক্স,
ক্র্যাব্ নেবুলা ।

এসব দেখে আসবো যখন
পৃথিবীতে ফিরে,
সবার সাথে গল্প বলবো
মহাকাশকে ঘিরে ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...