Thursday, February 20, 2020

বিপ্লব দে

দণ্ডায়মান

আমার  প্রতীক্ষায় তুমি সেই এখনো দাঁড়িয়ে রয়েছো !
এত অপেক্ষার ভার কে নিতে বলেছে  তোমায় ?
আমার কথা ভেবে ভেবেই তুমি আজ ক্লান্ত ।
পৃথিবীর সবকিছুই গতিশীল-
তুমি সেটা ভুলে গেছো ?

বসন্তের হাওয়ায় গাছেরাও পুরোনো স্মৃতি ভুলে যায় ।
অনাদরে পাতাগুলি আপনা আপনি খসে পড়ে ।
সে স্থান-ও দখল করে নেয় নতুন পল্লবেরা ।
নব যৌবনা নদীগুলি -ও আজ -
অসময়ে শুকিয়ে খানখান ,
তাকে -ও নতুন রূপ দেয় বর্ষার বারিধারা ।

আর তুমি সেই মজে আছো আমাতেই !
তুমি যাকে স্থির মনে করো-
সে-ও যে অস্থির ।
তুমি কি সেকথা ভুলে গেছো ?

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...