হে অতিথি আছো তুমি নীরবে,
জানি তুমি থাকবেই নীরবে।
জানি না আসবে তুমি কোন সরবে।
যাবে চলে করে চুরি এই পাখি,
রেখে যাবে শুধু এই বাসা
আর থাকবে পড়ে শূন্য শূন্য আশা,
যাব চলে তিথির সাথে,
দিয়ে যাব এক ফটোফ্রেম রেখে যাব শেষ স্মৃতি,
কালে অকালে যাবে চলে ওই স্মৃতি।
হবে ওই দিন আশা হীন নিরআশা যুক্ত চিরতরে মৃত্যু।
No comments:
Post a Comment