Thursday, February 20, 2020

কৃষ্ণ শীল

  মৃত্যু

হে অতিথি আছো তুমি নীরবে,
জানি  তুমি থাকবেই নীরবে।
জানি না আসবে তুমি কোন সরবে।
যাবে চলে করে চুরি এই পাখি,
রেখে যাবে শুধু এই বাসা
আর থাকবে পড়ে শূন্য শূন্য আশা,
যাব চলে তিথির সাথে,
দিয়ে যাব এক ফটোফ্রেম রেখে যাব শেষ স্মৃতি,
কালে অকালে যাবে চলে ওই স্মৃতি।
হবে ওই দিন আশা হীন নিরআশা যুক্ত চিরতরে                                                                   মৃত্যু।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...