Thursday, February 20, 2020

কৃষ্ণ শীল

  মৃত্যু

হে অতিথি আছো তুমি নীরবে,
জানি  তুমি থাকবেই নীরবে।
জানি না আসবে তুমি কোন সরবে।
যাবে চলে করে চুরি এই পাখি,
রেখে যাবে শুধু এই বাসা
আর থাকবে পড়ে শূন্য শূন্য আশা,
যাব চলে তিথির সাথে,
দিয়ে যাব এক ফটোফ্রেম রেখে যাব শেষ স্মৃতি,
কালে অকালে যাবে চলে ওই স্মৃতি।
হবে ওই দিন আশা হীন নিরআশা যুক্ত চিরতরে                                                                   মৃত্যু।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...