Thursday, February 20, 2020

যমুনা মজুমদার

সুখ দুঃখ
 

সুখ যে আমরা ব‍ড্ড ভালোবাসি,
তাই বলে কি আমরা সুখ‍ই পাবো? 
দু‍ঃখ গুলোকে কে নেবে ভাই? 
সে যে একা পরেই রইলো।

আমরা যে ভাই বড় অসহায় 
কিভাবে শুধু সুখ নেবো! 
দুঃখ যে ভাই পিছু ছাড়েনা,
সুখ কে কিভাবে আগলে রাখবো! 

যত চাই আমি দূরে যেতে 
জড়িয়ে পড়ি আরো মায়াতে,
পৃথিবীটা ছিলো আমার সুখে ভরা
আজ হয়ে গেল সুখ ছাড়া। 

কষ্টে আজ ভরা পৃথিবী
নেই যে কোনো আলোর দিশা ,
তবুও আজো আছি এক দীর্ঘ অপেক্ষায় ,
জানিনা কবে আশা পূণ‍্য হবে। 
দুঃখ গুলো যাবে জীবন ছেড়ে 
সুখ যে পাবে তাদের জায়গা ফিরে। 

দুঃখ হীনা জীবন আমাদের কাম্য নয় 
সুখের ছোয়া পেলেই জীবন আমাদের ধন‍্য হয় ,
দুঃখ ছাড়া সুখের মূল‍্য, বুঝবো আমরা কি করে? 
সেই মূল‍্য বুঝাতেই দুঃখ আমাদের জীবনে,
বার বার করে ছুটে আসে!

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...