Friday, February 21, 2020

সুজন দেবনাথ

বসন্ত


বসন্তের ঐ কোকিল ডাকে

আয়রে ছুটে আয়

গাছে গাছে সবুজ জামা

ফুলে রাঙা  গা'য়

রঙ বেরঙের প্রজাপতি

উড়ছে কত আজ

সেজেছে আজ নতুন রঙে

বসন্ত ঋতু রাজ

নতুন গাছে নতুন শাখে

বাঁধছে পাখি বাসা

মুগ কলাই আর কতকিছু

চাষ করছে চাষা

চারিদিকে আজ কত ফুল

লতায় পাতায় ভরা

মনমুগ্ধকর প্রকৃতি আজ

যেন ভুবন মনোহরা। 

No comments:

Post a Comment

দুলাল চক্রবর্তী

চির অমর রবে  . কাশ্মীরের মনোরম পর্যটন কেন্দ্র  পহেলগাঁও -- পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।  অনেকে গিয়েছে সেদিন  কেউ কি জানতো ছাব্বিশটি তাজা প...