Friday, February 21, 2020

সুজন দেবনাথ

বসন্ত


বসন্তের ঐ কোকিল ডাকে

আয়রে ছুটে আয়

গাছে গাছে সবুজ জামা

ফুলে রাঙা  গা'য়

রঙ বেরঙের প্রজাপতি

উড়ছে কত আজ

সেজেছে আজ নতুন রঙে

বসন্ত ঋতু রাজ

নতুন গাছে নতুন শাখে

বাঁধছে পাখি বাসা

মুগ কলাই আর কতকিছু

চাষ করছে চাষা

চারিদিকে আজ কত ফুল

লতায় পাতায় ভরা

মনমুগ্ধকর প্রকৃতি আজ

যেন ভুবন মনোহরা। 

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...