বসন্ত
বসন্তের ঐ কোকিল ডাকে
আয়রে ছুটে আয়
গাছে গাছে সবুজ জামা
ফুলে রাঙা গা'য়
রঙ বেরঙের প্রজাপতি
উড়ছে কত আজ
সেজেছে আজ নতুন রঙে
বসন্ত ঋতু রাজ
নতুন গাছে নতুন শাখে
বাঁধছে পাখি বাসা
মুগ কলাই আর কতকিছু
চাষ করছে চাষা
চারিদিকে আজ কত ফুল
লতায় পাতায় ভরা
মনমুগ্ধকর প্রকৃতি আজ
যেন ভুবন মনোহরা।
No comments:
Post a Comment