Friday, February 21, 2020

সুজন দেবনাথ

বসন্ত


বসন্তের ঐ কোকিল ডাকে

আয়রে ছুটে আয়

গাছে গাছে সবুজ জামা

ফুলে রাঙা  গা'য়

রঙ বেরঙের প্রজাপতি

উড়ছে কত আজ

সেজেছে আজ নতুন রঙে

বসন্ত ঋতু রাজ

নতুন গাছে নতুন শাখে

বাঁধছে পাখি বাসা

মুগ কলাই আর কতকিছু

চাষ করছে চাষা

চারিদিকে আজ কত ফুল

লতায় পাতায় ভরা

মনমুগ্ধকর প্রকৃতি আজ

যেন ভুবন মনোহরা। 

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...