Thursday, February 20, 2020

অভ্রজিৎ দেবনাথ

ইতিকথা
         

তুমি গন্তব্য খোঁজে পাওয়ার পর থেকে
ইতিবৃত্ত স্মৃতি হয়ে হাসে দিনরাত;
আলাদা কিছুর সন্ধান মানেই বোকামি।
এখন শুধু গতি চাই
স্তুতিমন্ত্র বৃথা সব শিশুদের জন্য,
স্বপ্ন ফুরিয়েছে তাই বিব্রত করো না।
তোমার বয়সীদের স্বপ্ন দেখিয়ে
মুনাফাখোর ডাকাতিয়া রাতে
হেমন্তও একসময় রাজ করত।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...