ইতিকথা
তুমি গন্তব্য খোঁজে পাওয়ার পর থেকে
ইতিবৃত্ত স্মৃতি হয়ে হাসে দিনরাত;
আলাদা কিছুর সন্ধান মানেই বোকামি।
এখন শুধু গতি চাই
স্তুতিমন্ত্র বৃথা সব শিশুদের জন্য,
স্বপ্ন ফুরিয়েছে তাই বিব্রত করো না।
তোমার বয়সীদের স্বপ্ন দেখিয়ে
মুনাফাখোর ডাকাতিয়া রাতে
হেমন্তও একসময় রাজ করত।
No comments:
Post a Comment