কালের যাত্রী
প্রত্যহ আমার ঘুম ভেঙে যায়
ঘুমের জন্য ঘাট নেই,নেই কোন কুঁটির
নিরীহ দেহটা ক্লান্ত অবসন্ন হয়ে লুঠিয়ে পরে
মাটির অন্তরে।
কুয়াশা রাতে কালের যাত্রী ঘুরে বেড়ায় বেদুয়িনের মতো,
নিশি পেঁচা গান শোনার ভয়ে শিউরে ওঠে দেহ
কটাক্ষ ইক্ষিতে -
জীবনের রঙ তুলি টানতে টানতে আপন চেনা মুখ গুলো পুতুল হয়ে যায়;
কথা না বলার ছলে।
জীবন -মরণ হিসাবে দাঁড়িপাল্লা মরীচিকা হয় বুঁজে যায় ফুলের মতন-
কী অদ্ভুত !
আমার মরণ খেলা করে বেঁচে আছি ঘরের দুয়ারে
কখনও কখনও রাতের চাঁদ না ফেরার পথে
দু বাহূ বাড়িয়ে দেয় বেঁচে থাকার আলিঙ্গনে।
No comments:
Post a Comment