Thursday, February 20, 2020

কল্যাণব্রত বসাক

প্রেম  ভাঙার গল্প 


ভালোবাসা নিয়ে ফ্যান্টাসি ছিলো সবসময়ই। কিন্তু চুটিয়ে প্রেম যাকে বলে তা আসেনি কখনো। আক্ষেপ ছিল,  উপায় ছিল না। 
শুনেছি আচ্ছা প্রেমিক হতে গেলে একদিকে মেধাবী ও বেহায়াপনায় সমৃদ্ধ হতে হয়।  কারন প্রেমের বোঝাপড়ার বিষয়টা রাজনীতির মতো জটিল।  মোটেই  মেধাবী নই,  উপরন্তু স্বভাবে ভীতু ছিলাম তাই বেহায়াপনাটাও  সময় মতো কাজ করেনি... ফলে দীর্ঘশ্বাস ভরসা।

এরমধ্যে ফেসবুক এসে গেলো। ফেসবুকের হাত ধরে কতশত বন্ধু। বাঃ। 
 মধ্য চল্লিশের  ভদ্রলোক( নিজেকে ভদ্রলোক বলার অধিকারটুকু আমার আছে) সুলভ আড়ষ্ঠতা, মধ্যবিত্ত মূল্যবোধের  কচকচানি ঝেড়ে দু-চার জন  ডিজিটাল বান্ধবী কে  HI, HELLO  বলেছি... যার মধ্যে  অনেকেই  রেসপন্স করেনি...তবুও  এ'ই বা কম কিসের।

খরা কেটেছে আরও পরে..... কি! খুশি তো সবাই!!

ইউরোপের , হ্যাঁ খোদ লন্ডনের  একাধিক  বন্ধু হয়েছে  ফেসবুকে।  
না না  আমি নই , ওরাই  ফ্রেন্ডরিকুয়েস্ট পাঠিয়েছে আমাকে। কেমন আছি, কি করি,  ঠিক কোথায় থাকি....মাগো ! কি যত্ন করে সব জিজ্ঞাসা করে।  মনে হলো অনেক দিন পর শুকনো ডালে নতুনপাতা গজালো।

বিদেশিনী বন্ধু। এই সুবাদে পরীক্ষার খাতায় 'আন্ডারকন্সিডার' লেভেলের ইংরেজীটা  নতুন করে চর্চা করা যাবে। অন্তত সেদিক থেকেও আমি খুশি।

কেউ সিঙ্গেল, কেউ ডিভোর্সি  কেউ বিবাহিত, (লজ্জা করছে বলতে) বিধবাও আছেন কেউ কেউ।
আমি কিন্তু সত্যিটা জনিয়েছি।  স্ত্রী পুত্র কন্যা  নিয়ে  আমার ভরপুর সংসার। 
এর মধ্যে  Jennifer ভীষণ ভাবে আকৃষ্ট হলো আমার প্রতি। 
বড় বিনয়ের সঙ্গে জেনিফার বললো:  If You don't mind plz send your whatsapp number.
আমি তৎক্ষণাৎ  send করলাম whatsapp number। ...আহারে শুধু তো একটা নাম্বার। 

যাই হোক, শুরু হলো  whatsapp chating

Good -morning, afternoon, evening,  night নিয়ম করে প্রতিদিন প্রতিবেলা উইস করে ভরিয়ে দিতে থাকলো।... 
প্রথমে Dear, dear থেকে darling, darling থেকে Honey 
আমিও কম কিসে শুরু করলাম friend দিয়ে। friend থেকে sweetheart. Sweetheart থেকে..... কি বলা যায়...কি বলা যায়... ওঃ হ্যাঁ  পেয়েছি, বললাম:  Priyatama.
What is this 'Priyatama'? রেগে টেগে জিজ্ঞাসা করলো জেনিফার।
দেখো কি কান্ড ...আমি প্রায় হোঁচট খেয়ে পড়েই যাচ্ছিলাম...এমন অবস্থা। 
Chat এ লিখলাম: sweetheart =priyatama . And Honey=priyatama also
নিজের উপর ভীষণ রাগ হলো... শা.. বাঙাল। এই তোর ইংরেজি!! প্রিয়তমা! ধুর।

যে যাই বলুক মেয়েটা না  কাঁচা মনের।  equal মার্কা ইংরেজি শুনেই বুঝে নিল কি বলতে চাইছিলাম।  
খুশি হয়ে জেনিফার বললো:
 Would you like to see some photos of me?
ওমনি  ঠেঙ ঠেঙ  করে কয়েকটি ছবি whatsapp এ আসার সংকেত পেলাম।

জেনিফারের সঙ্গে  chating এ জড়ানোর পর থেকেই  মন উড়ো উড়ো। 
যে সব জিনিস আমার আগে কোনদিন ভালো লাগেনি আজকাল সে সব একটু আধটু ভালো লাগে। যে সব গান এতোদিন ভালো লাগত না..এখন একটু একটু ভালো লাগে। 
আর যে সব খুব ভালো লাগত,  এখন সে সব দেখলে নিজেকে বোকা বোকা মনে হয়। হাসি পায়। ভাবি কেন যে এসব ভালো লাগতো এতদিন,  এক ভগবানই  জানেন।

জেনিফারের অনুরোধে আমি বেশকিছু সেলফি তুলে পাঠিয়েছি। ছুঁচোমুখো নয়।  তবে আমার টিনের বেড়ার ঘর, বার্নিশ-পলিশ ছাড়া কাঠের দরজা এসবই ব্যাকগ্রাউন্ড। আমি এতো দিনে  বুঝেগেছি ও'  (মানে জেনিফারের কথা বলছি) আমাকে ভীষণ ভালোবাসে;  তাই ছবির ব্যাকগ্রাউন্ড কোন ফেক্টর না।
অবশ্য জেনিফারও  কয়েক ক্ষেপে ওর  অনেক ছবি আমাকে পাঠিয়েছে। মজার ব্যাপার হলো ছবি গুলোতে পোশাকের আধিক্য ক্রমেই কমে যাচ্ছিল।

ওর ছবি দেখে মনেপরে গেল ছেলেবেলার এক কথা। 
.. ....আমাদের প্রাইমারি স্কুলের পাশেই  ছিল সিনেমাহল। একদিন: প্রতিদিনের মতোই  স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে সিনেমাহলের সামনে সাঁটানো সিনেমার পোস্টের দেখছিলাম। একটি মেয়ের ছবি, পাশে একটা ক্যাপিটেল লেটারের A।
এমন সময় পেছন থেকে হেডস্যার চুলের মুঠি ধরে একটা জালি বেত আমার পিঠে উড়িয়ে দিল....কোন ক্রমে ফসকে দৌড়ে পালালাম।
 জেনিফারের ছবিগুলো  অনেকটা সেইরকম,  A লেভেলের।...হেডস্যার...সেই জালিবেত... সেই ভয় । ও ব্বাবা, সঙ্গে সঙ্গেই  ডিলিট।

তবে হ্যাঁ, মেয়েটা ভারতবর্ষ কে খুব ভালোবাসে। ও আমার কাছে INDIA সম্পর্কে জানতে চেয়ে বললো: Would like to know about your india

পড়লাম মহা বিপদে। বাংলিশ দিয়ে "এই ভারতের মহা মানবের সাগরতীর" কি করে বোঝাই!!
Google হ্যায় তো মুমকিন হ্যায়। খাবলে-খুবলে এটা ওটা নিয়ে জরা খিচুড়ি 1317 ওয়ার্ডের তিন প্যেরা send করে দিলাম। 
জেনিফার বললো: Good Good
বললাম:  Can I tell you more details?
জেনিফার বললো: All right now. I'll find out later

এই সব  আলাপচারিতায়  যখন একঘেযেমি এসে যাচ্ছিল। এমন সময় একদিন দুপুরে  whatsapp calling করে বসলো জেনিফার।
বাড়িতে ছিলাম। সব্বনাসের মাথায় বারি।  স্বাভাবিক ভাবেই ফোন ধরিনি। 
chat এ লিখলাম: Sorry. I'm busy now .You will call me later. I miss you my priyatama
জেনিফার লিখলো: don't worry I will call you later my honey.
আমি জানতাম ও রাগ করবে না। ফোন আমাকে করবেই।



সেদিন সন্ধ্যায় ক্লাবে বসে আড্ডা দিচ্ছিলাম। টেবিলে টুং টাং শব্দগুচ্ছ  পানীয় আনন্দের  আবহ তৈরি করেছিল। এমন সময়  whatsapp এ call এলো। জেনিফার on line এ।
কোথায় যাই, কি করি ভেবেই আকুল।  Basically তিনটা বিষয়।  আমার ইংরেজিতে কথা বলা শুনে যেকোন মুহূর্তে একটা হুরুস্থূল ঘটে যেতে পারে,  গোপনীয়তা রক্ষার নামে বন্ধুরা আমাকে  আর্থিক হেনস্থা করতে পারে, আবার গোপনীয়তা ভেঙে দিয়ে আমার সাংসারিক শান্তির সাড়ে তেরটা বাজাতে পারে।
"ওঁ নমঃ শিবায়" তিনবার।   "জয় জয় দেবী চরাচর সাড়ে কুচ শোভিত মুক্তা হারে"  ছয়বার  মনে মনে উচ্চারণ করে বললাম:  hello Jennifer. Who are you?
জেনিফার: what?
আমি:  oh sorry sorry. How are you my          sweetheart
জেনিফার: yeh yeh  I'm fine.  how are you and what are you doing now
আমি: I   will   go   to   take  a  little   peg  of.....
জেনিফার: Are you having drinks?
আমি: YES  MY SWEETHEART (প্যারেডের কমান্ডের মতো উচ্চারণ)
জেনিফার: oh fine....I wish I could have been with you
আমি: ok ok 
জেনিফার: what ok
আমি:  Everything your  tak is good
জেনিফার: Ok keep going. Lov u honey. Call u later
ছয়টা জিহ্বা বের করে ছয় জোড়া চোখ আমার দিকে তাকিয়ে ছিল।  গর্বিত ভাবে বললাম আরে ফরেনের বন্ধু, ইংল্যান্ডের। মাঝে মাঝেই কথা হয়।

যাই হোক  সেই রাত্রে জেনিফার কে chat এ লিখলাম "কিছু মনে করো না। আমি ভালো ইংরেজি জানি না"
জেনিফার উত্তর দিল: I understand all your words. Your voice is rich. I very much wish to see you once...I'll give you a surprise tomorrow. Good night honey
 
 পরদিন জেনিফার জানালো  সে  সপিং এ যাচ্ছে। আমার ভালোবাসায় মুগ্ধ হয়ে সে আমাকে কিছু গিফট দিতে চায়।.... আমি মনে মনে  জানতাম এমন কিছু  হতে পারে। আমার  নিজের উপর বিশ্বাস ছিল। যতটা খারাপ লোকে আমাকে বলে...ততটা খারাপ আমি নই। 
আরে বাবা  ওরা ইংরেজ।  পৃথিবীর সবচেয়ে সভ্য জাতি।  তাই তো এশিয়ার উপমহাদেশ ভারতের এক'শ ত্রিশ কোটি লোকের মধ্যে সে আমাকেই সুসভ্য ভদ্রলোক হিসেবে বেছে নিয়েছে। ভালোবাসে।
 
সেই দিন রাত্রে প্রায় দশটা নাগাদ whatsapp এ কিছু ফটো  এলো। জেনিফার পাঠিয়েছে। একটা apple  i phone,  একটা apple leptop , একটা wrist watch, হাই প্রোটেক্ট করে কিছু নগদ পাউন্ড।

হতভম্ব হয়ে গেলাম। সবিনয়ে বললাম আমি অতি সাধারণ নিম্নমধ্যবিত্ত মানুষ, এসবের আমার কোন প্রয়োজন নেই :  I am a very ordinary middle class man, I don't need any of this.
রেগে টেগে জেনিফার দুঃখ করে বললো : আমি গাঁটের পয়সা খরচ করে আমার ভালোবাসার মানুষটিকে কিছু উপহার দিতে চাইছি...অথচ তুমি নিতে চাইছ না। তুমি কি আমাকে অসম্মান করতে চাও?
বড় কাতর ভাবে জানালাম: রাগ করোনা প্রিয়তমা। ভারতীয় সংস্কৃতিতে কেউ কিছু দিলেই হাত পেতে নিতে নেই...লোভি বলবে লোকে। 
যদিও আমি লোভী নই। তবুও যেহেতু তুমি একান্তই দিতে চাইছ আমি পরম আদরে গ্রহণ করবো।
জেনিফার অত্যন্ত খুশি হয়ে জানালো,  আমার Postal address এ কুরিয়ার করে দেওয়া হয়েছে।  48 ঘন্টার মধ্যে দিল্লি এসে যাবে পার্সেল।

পরদিন দেরিতে  ঘুম ভাঙল।  উঠেই দেখি জেনিফারের মেসেজ।  লিখেছে সে বিশেষ কাজে সারাদিন ব্যস্ত থাকবে।  হয়তো chat এ আসতে পারবে না।
কি করবো, কি পরিণতি হবে, কেন এমন হলো, কেন এই মধ্য বয়সে এই সমস্ত ঘটনায় জরালাম,  বেরুবার উপায় কি , বেরুতে না পারলে কি হবে....রাজ্যের চিন্তা।
কেমন যেন মায়া কেটে যাচ্ছে। এ ঘর -বাড়ি -সংসার- স্ত্রী-পুত্র-কন্যা-  এই পরিচিত দুনিয়া আমায় নয়। আমি শুধুই লন্ডনে থাকার কথা।  ভুলে এখানে স্বর্গ থেকে অভিশপ্ত হয়ে এখানে থিতু হয়েছে। ডাক এসে গেল ...চলে যাব এবার। 
প্রিয়তমা জেনি chat এ লিখেদিয়েছে  20হাজার পাউন্ড আমার জন্য গোপন প্যাকেটে উপহারের সঙ্গে পাঠিয়েছে।  কিছু পাউন্ড আমার পারিবারিক কাজে খরচ করলেও বেশির ভাগ যেন লন্ডন যেতে খরচ করি।  ও আমাকে দু চোখ ভরে দেখতে চায়।  ঘনিষ্ট সান্নিধ্য পেতে চায়।  এর আগে ওর 33 বছরের জীবনে কোনদিন বসন্ত আসেনি। ....আহা কি মায়া।

প্রতিদিনের মতো খাওয়ার টেবিলে খেতে বসলাম সবাইকে নিয়ে (আর বেশিদিন এক সঙ্গে খাওয়া হবেনা)। অগ্নিসাক্ষী করে  সেই কবে বিয়েকরা  বউয়ের মুখের দিকে  অবাক চোখে তাকিয়ে রইলাম।
নিয়ম অনুযায়ী কাল সকালে দিল্লি এসে পৌঁছবে কুরিয়ার। ....তারপর আর কি সব শেষ।  আবার নতুন করে সাজানো।
হঠাৎ একটা পদ গরম গরম রেঁধে পাতে দিলো। কোনকিছু না বলে খেয়ে নিলাম। আমাকে দেওয়া শেষ করে আমায় স্ত্রী খেতে বসে যেই না মুখে তুললো সেই তরকারিতে  ওয়াক করে উঠলো। উদাসিনের মতো তাকিয়ে দেখলাম... কিছু বললাম না। 
আমায় স্ত্রী আমাকে জিজ্ঞাসা করলো:
...তুমি খেয়ে কিছু বললে না যে। তরকারি তে বিন্দু মাত্র নুন দেওয়া হয় নি।  কি করে খেলে তুমি।
বললাম: আমি কোন তফাত বুঝিনি। একই তো মনে হলো।
সে বলল: তোমার মাথাটা গেছে।

নিদির্ষ্ট দিনে সকাল থেকেই উদ্বেগ। সকাল 9 টায় ফোন এলো দিল্লি এয়ার পোর্ট থেকে। জানালো লন্ডন থেকে একটা মাঝারি আকারের পার্সেল এসেছে। ফোন করেছে ঠিকানা কনফার্ম করার জন্য। আমি ওকে করে দিলাম।
কিন্তু আমার মন বলছে  আরো একটা ফোন আসবে।....অধীর আগ্রহে অপেক্ষা করছি। 
দুই ঘন্টা পর  প্রত্যাশ মতোই সেই ফোন, কুরিয়ার অফিস থেকে। জানালো লন্ডন থেকে আসা পার্সেলটির  কুরিয়ার ভাড়া বাবদ 25 হাজার জমা করতে হবে। সঙ্গে টেক্সট মেসেজ করে কুরিয়ার কোম্পানির  ব্যাঙ্ক একাউন্ট নাম্বার দিয়েছে।
বললাম ,ঠিক আছে।

ঘন্টা তিনেক পর কুরিয়ার অফিস থেকে আবার ফোন। বললো শীঘ্রই টাকা জমা না করলে এয়ারপোর্ট অথরিটিকে পার্সেল রাখা বাবদ ভাড়া দিতে হবে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
বললাম  না না  কোন  ব্যবস্থা নিতে হবে না।আমি থানায় যাচ্ছি আপনাদের একাউন্ট নাম্বারটা সামান্য ভেরিফাই করেই টাকা জমা করে দেব।

কি জানি কি হলো, হঠাৎ লাইনটা কেটে গেল। আসলে বললে তো বলবেন বলে ফেলেছি। jio নেটওয়ার্ক খুব খারাপ। 
জেনিকে সব জানানো দরকার। এসব কি হচ্ছে।
জেনিফারের whatsapp chat এ গিয়ে দেখি জেনিফার আমাকে ব্লক করে দিয়েছে।
আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়লো।

ঠিক এমন সময়  Richa Braun  বার্লিন থেকে whatsapp call  করেছে। একথা সেকথার পর সে বলল:  While I was shopping, I came across some beautiful Male items which I got for you, now I'm going to delivery service to send them to you and you will receive it in your country.
মুখে বললাম:  ok honey
মনে মনে ভাবলাম ....আ বা র!

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...