শীতের বরণ
শিশির ভেজা ভোরের আকাশ
সূর্যের হাসির মিস্টি আভাস।
মিস্টি রোদের নীল আকাশ
দিচ্ছে ডাক অজানা উচ্ছ্বাস।
শিশির ভেজা ভোরের আলো
মন করেছে এলোমেলো।
শীতের বুড়ির স্নিগ্ধতায়
মন কেড়েছে মুগ্ধতায়।
সময় যে হলো এবার
জেগে ওঠো গৃহী আবার।
লাঙল গরু হাল ধরে
কৃষক যাবে মাঠের ঘরে।
ঋতু রানি হেমন্তে
বিদায় জানাই আনন্দে।
শীতের প্রভাত এমন রুপ
দেখতে লাগে বড় সুখ।
পিঠে, পায়েস, নারকেল, গুড়
খাবার হবে রং-মধুর।
মিস্টি খাবার মিষ্টি আলো
লাগছে মনে বেশ ভালো।
জমকালো রঙিন পোশাক
পৌষ আমায় দিচ্ছে ডাক।
আগমনীর গানের সুরে
তোমায় নিলাম বরণ করে।
নতুন শাকের গন্ধ ছুঁয়ে
সবজি বলে আমার বিয়ে,
কৃষক এবার যাবে নিয়ে।
বিদায় মোরে দিও হায়
আমি ফের আসব ঠাঁই,
সবাই থেকো অপেক্ষায়।
No comments:
Post a Comment