Friday, February 21, 2020

পরিতোষ সরকার

আমি চাই না

আমি চাই না তোমার সেই ভালোবাসা

যে, ভালোবাসা শুধু আফিমের গন্ধ

আর নিকোটিনের ধোয়া মেখে রাখে। 

কি হবে সেই মিথ্যে ভালোবাসায় জড়িয়ে? 

শালিকের মন তৈরী হ‌ওয়ার আগেই যদি

দেহ মারা যায়, তাহলে কে করবে

প্রেমের সঞ্চার?

গোটা বছর লাঙল করা মাঠে

শস্য রোপণ না হলে সমাজ তাকে 

বন্ধ্যা বলেই মানে। 

কি হবে আমার ভালোবাসাকে বন্ধ্যা করে।

পাবে কি কিছু তুমি? 

কিছুই পাবে না।

এক অমসৃণ স্মৃতির কড়াজালে

আটকে যাবে তুমি, শ্বাস বন্ধ হয়ে আসবে; 

তবুও ভাঙতে পারবে না মরিচার মতো

ফুলে উঠা সেই স্মৃতির কড়াজাল। 

তখন তুমি কাঁদবে,  কেঁদেই যাবে

আর অশ্রু ঝরবে আমার।


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...