Thursday, February 20, 2020

দিপ্সী দে

প্রেম তুমি কার!

প্রেম তুমি কার?
 শুধু কি প্রেমিক প্রেমিকার।
মানি না
কাল কি শুধু তাদের দিন 
তবে আমি মানি না।

প্রেম কি শুধু বছর ঘুরে 
দিবস পালন করবার দিন 
    মানি না।

কালকে সেই দিন
অপেক্ষার ভালোবাসা হারানোর দিন।
 প্রিয়-র  প্রিয়া যে 
মুঁছেছিল সিঁদুর সেইদিন।
  
যাদের প্রেম ছিল সর্বজনীন 
দেশ মাতৃকার প্রতি
রক্তের বিনিময়ের দিন।
পথচলতে চলতে চলেগিয়েছিল
না ফেরার দেশে
আর ফিরবেনা প্রিয় প্রিয়ার কাছে।
কাল যে দেশমাতৃকার ভালোবাসার দিন 
প্রিয়-র প্রিয়ার রক্তঝড়ার দিন।
প্রেম না হলেও বিষাদ ঘেরা 
স্মৃতির দিন।
ছোট মেয়ের বাবা হারানোর দিন।
বোনের ভাই হারানোর দিন।
 মার পূত্র হারানোর  দিন।
দেশপ্রেমিকদের প্রেম প্রমান করার দিন।

        
     'প্রেম'  
তুমি দেশমাতার 
   ' প্রেম'
তুমি বীর সেনাদের প্রিয়ার
  তবে যন্ত্রণার

প্রেম 
তুমি অব‍্যাক্ত শিশু সন্তানের 
প্রেম তুমি বীর সেনাদের।

কবিতা টি প্রাণ ফিরে পাবে
প্রত‍্যেক ভালোবাসা দিবসে।
স্মরণ করবে 
সেইসব বীর জওয়ান দের 
যারা এদিন প্রাণ দিয়েছিল
দেশমাতৃকার প্রতি 
ভালোবাসার প্রমান দিতে।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...