তুমি নেই
অকাল বর্ষনের ভিজে হাওয়ায়
বেশ নেতিয়ে পড়েছে কাশফুল,
সন্ধ্যামালতীর ম্লান দীপ্তিতে
বিশীর্ণ কামিনী- দল,
কুহেলী ঢাকা শিউলি তল,
এলোমেলো ছড়ানো ছিটানো
সম্পর্কহীন বিষন্ন
শালুক- শাপলার দীঘির কোল,
পদ্মহীন পুষ্করিণী কূল,
শুধু তুমি নেই বলে তাই ।
হাজার তারা ব্যস্ত ছিল
একটু পরশ পেতে
তোমার নীলাম্বরীতে,
এই তো সেদিন ।
ব্যস্ত ছিল
তুলোটে রাঙা মেঘ গুলো সব
উর্বশী নৃত্যে
তোমার নীলাঞ্জন পথে
তোমার আসার দিন ।
আজ শিউলি ঝরা বীথী,
বড়ো বিষাদময়!
রাত্রি শেষে অরুণোদয়
তবু নেই সেই অরুণিমা
তুমি নেই বলে তাই ।
No comments:
Post a Comment