Thursday, February 20, 2020

সৈকত সরকার

কপাল পোঁড়া

শখ ছিলো পেলেইন চড়ুম কিন্তু লাগতো ডর, 
মইরা গেলে কিতা হইবো কেমনে চলবো ঘর। 

নাইতো আরো জীবনবিমা 
নাইতো জমি জাগা, 
পোলার দুধের জোগান দিতে ছাগল পালি বাগা।। 

পেয়াইজ পথ্য কিনতে গিয়া লাগছে গলাত চিপা, 
ফ্যানে ভাতে মরিচ মাখি পেটেত দিছি ঢিপা। 

ওভার এইজের বোঝা লইয়া
বউয়ে মারে খোডা, 
আপনা টাইম আয়েগা জরুর রুক যাও মন থোডা।। 

আশায় আশায় থাকছি বহুত খাইছি শুধু ছ্যাঁকা, 
এই জনমে পাইতামনা আর সুদিন কালের দেখা। 

আমি কপাল পোড়া গরীব মানুষ 
অঙ্কে করছি ফেইল, 
বিন চৈত্রে দেইখ্যা লাইলাম চৈত্র মাসের সেইল ।

No comments:

Post a Comment

অনুপম রায়

সতেরো বছর পর সতেরো বছর পর কি অবসাদ সেটা ধারণা না থাকাই ভালো। যাদের তুমি রেখে গেছ আমাদের হয়ে, তারা এখন উন্মাদ শহরের এক কোণে বসে শ্বাস নেয়। জ...