ক্ষুদিরাম
তুমি এসেছো আমাদের কাছে
আশার আলো হয়ে
কত আশা স্বপ্ন ছিল তোমার অন্তরে।
তুমি ছিলে সবার কাছে সবে নবীন
তবুও তখন তোমার বুকে বেজেছিল অগ্নির বীণ।
সে অগ্নির তেজে তুমি পুড়েছিলে ব্রিটিশের মুখ,
বিসর্জন দিয়ে তুমি নিজের সমস্ত সুখ।
দেশকে স্বাধীন করতে দিয়েছ
তুমি নিজের প্রাণ।
তাই আজও ভুলিনি আমরা তোমার সেই আত্মবলিদান।
তোমার রক্তে আজকে এই দেশ হল স্বাধীন,
তাই ভুলবো না কখনো তোমার সেই ঋণ।
সবার বুকে অমর হয়ে থাকুক তোমার সেই মন্ত্র
সেই মন্ত্রে এই দেশ হল স্বাধীন ও স্বতন্ত্র।
তাই আজও উচ্চস্বরে বলে যাব সেই মন্ত্র
সেই মন্ত্রের ধ্বনি ছিল একটাই—
বন্দেমাতরম,বন্দেমাতরম,বন্দেমাতরম।
No comments:
Post a Comment