Friday, February 21, 2020

অনুপমা দেবনাথ

ক্ষুদিরাম

তুমি এসেছো আমাদের কাছে
আশার আলো হয়ে
কত আশা স্বপ্ন ছিল তোমার অন্তরে।

তুমি ছিলে সবার কাছে সবে নবীন
তবুও তখন তোমার বুকে বেজেছিল অগ্নির বীণ।
সে অগ্নির তেজে তুমি পুড়েছিলে ব্রিটিশের মুখ,
বিসর্জন দিয়ে তুমি নিজের সমস্ত সুখ।

দেশকে স্বাধীন করতে দিয়েছ
তুমি নিজের প্রাণ।
তাই আজও ভুলিনি আমরা তোমার সেই আত্মবলিদান। 

তোমার রক্তে আজকে এই দেশ হল স্বাধীন,
তাই ভুলবো না কখনো তোমার সেই ঋণ।
সবার বুকে অমর হয়ে থাকুক তোমার সেই মন্ত্র
সেই মন্ত্রে এই দেশ হল স্বাধীন ও স্বতন্ত্র। 
তাই আজও উচ্চস্বরে বলে যাব সেই মন্ত্র
সেই মন্ত্রের ধ্বনি ছিল একটাই—
বন্দেমাতরম,বন্দেমাতরম,বন্দেমাতরম।

No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...