ভালোবাসি
তোকে ঠিক ক্যামেরা বন্ধি না করে
চোখে বন্ধী করতে চাই!
রাস্তার অলি গলি
ঠিক তোর হাত ধরেই চিনতে চাই।
ফুচকার দোকানটা যেন
আমাদের জন্যই খোলা,
অকারণে কিছু না বলে রাগ করা
আর সে অভিমানে আমার চুপ করে থাকা!
তোর থেকে আদর পাওয়ার একটু চাওয়া
জড়িয়ে ধরে ভালোবাসি বলার ইচ্ছাটা
এই ব্যস্ত শহরে শূন্য কোথাও
গাড়ি করে বাড়ি ফেরা!
হাতে হাত রেখে চোখে কথাবলা,
যখন তোর ক্লান্ত মন আমার বুকে মাথা রাখতে চায়
তখন না খুব ইচ্ছে করে বলতে
ভালোবাসি!
No comments:
Post a Comment