গুণই পারবে
মানুষ আজ বড্ড আমি প্রিয়
নিমজ্জিত আপন বাহারে,,,
রূপের মায়া আর অর্থের খেলা
ভর করেছে তাহারেl
ভুলে আজ সব সামাজিকতা,,
ধন প্রাপ্তিতে তার সব ব্যকুলতাl
দিনরাত শুধু রূপ আর ধনে বরাই
ভুলে গিয়ে গুনের কথাl
হয়তো ভুলে যায় সবাই
ক্ষণস্থায়ী এই রঙ্গিন বিলাসিতা,,,
জেনেও আজ চায় না তারা
গুণের কদর করতে,,
ইতিহাস সাক্ষী আছে যে
গুণই পেরেছে সমাজের হাল ধরতেl
No comments:
Post a Comment