Thursday, February 20, 2020

অনুপম দেব

গুণই পারবে


মানুষ আজ বড্ড আমি প্রিয় 

নিমজ্জিত আপন বাহারে,,, 
রূপের মায়া আর অর্থের খেলা
ভর করেছে তাহারেl

ভুলে আজ সব সামাজিকতা,,
ধন প্রাপ্তিতে তার সব ব্যকুলতাl
দিনরাত শুধু রূপ আর ধনে বরাই 
ভুলে গিয়ে গুনের কথাl
হয়তো ভুলে যায় সবাই 
ক্ষণস্থায়ী এই রঙ্গিন বিলাসিতা,,,

জেনেও আজ চায় না তারা 
গুণের কদর করতে,,

ইতিহাস সাক্ষী আছে যে 
গুণই পেরেছে সমাজের হাল ধরতেl


No comments:

Post a Comment

উর্মি সাহা

মন ব্যাথা . বক্রের মত বেঁকে গেছে আমার জিহ্বা৷ আর কথা আসে না! শুনি শেষ প্রার্থনা নয়তো বেজে ওঠা গির্জা ঘণ্টা। তবু দেখি যন্ত্রণা... যদি কোনো হ...